মনিরুল হক সাক্কু আবার কুমিল্লার মেয়র

ক্রাইমবার্তা রিপোট:কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মনিরুল হক সাক্কু।

মনিরুল হক সাক্কু (ফাইল ফটো)

 

১০৩ কেন্দ্রের মধ্যে ১০১ কেন্দ্রের ফলাফলে মনিরুল হক সাক্কু পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট।

দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে।

এগুলো ২৭নং ওয়ার্ডের চৌয়ারা দাখিল মাদরাসা ও ২১ নম্বর ওয়ার্ডে কুমিল্লা সরকারি সিটি কলেজ।

বেসরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।

কুসিক নির্বচনে কিছু কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট হয়। ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টায়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। গণনা শেষে বেসরকারি ফল ঘোষণা করা হয় রাতে। পরে বিজয় উৎসবে মেতে উঠে সাক্কু সমর্থকরা। তাৎক্ষণিকভাবে দলীয় চেয়ারপারসনকে ফোন করে কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে আজ সারাদেশের মানুষেরই দৃষ্টি ছিল কুমিল্লার দিকে। কেমন ভোট হয়, গভীর আগ্রহ নিয়ে তা দেখার অপেক্ষায় ছিলেন সবাই।

কুসিক নির্বাচনে মোট ভোটার দুই লাখ সাত হাজার ৫৬৬। এর মধ্যে পুরুষ এক লাখ দুই হাজার ৪৪৭ ও নারী ভোটার দুই লাখ পাঁচ হাজার ১১৯ জন।

রিটার্নিং অফিসারের দেয়া তথ্য মতে, শেষ খবর পাওয়া পর্যন্ত এ নির্বাচনে ৬০ শতাংশের ওপরে ভোট পড়েছে।

নির্বাচনে মেয়র পদ ছাড়াও নয়টি সংরক্ষিত কাউন্সিলর পদের বিপরীতে ৪০ জন ও ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 

Check Also

সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা   জেলা  জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।