ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ইমার্জিং কাপ ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচটি টাই হয়েছে।
কক্সবাজারে আজ বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে করেছিল ৮ উইকেটে ২৩৩ রান। জবাবে বাংলাদেশও করে ঠিক ২৩৩ রান এবং ওই ৮ উইকেটেই।
শেষ দুই ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৩ রান, আর শেষ ওভারে ৭ রান। শেষ ওভারে বাংলাদেশ ৬ রান করতে সক্ষম হয়।
বাংলাদেশের পক্ষে এই ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অধিনায়ক মুমিনুল হক। তিনি ৯১ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস উপহার দেন।
দলের দুঃসময়ে হাল ধরেন মমিনুল। এরপর ক্রিজ ছেড়ে শান্ত-নাসিরের বিদায় হলেও মাটি কামড়ে পড়ে ছিলেন তিনি।
ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সকালে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৩৩ রান।
সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন সাইফুদ্দিন। দুটি করে আবুল হাসান ও নাসুম আহমেদ। একটি নিয়েছে নাঈম হাসান।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৩ করেছেন হারিস সোহেল।