ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল প্রতিনিধি :দীর্ঘ ২ বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৩ বাংলাদেশী যুবক।
বৃহস্পতিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করেন ।
ফেরৎ আসারা হলো দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দেউ ডাক্তার পাড়া গ্রামের বকুল চন্দ্র রায়ের ছেলে বাবুল চন্দ্র রায় (২৩), সাতক্ষীরা জেলার দেভাটা থানার খেজুর বাড়িয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে জাকির হোসেন (২২) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাপুরা গ্রামের মোস্তফা গাজির ছেলে সাইদুল ইসলাম (২৬)।
বেনাপোল চেকপোষ্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, দালালের খপ্পড়ে পড়ে ২ বছর আগে অবৈধ পথে ভারতে যায়। ভারতের তামিলনাড়– প্রদেশে নির্মান শ্রমিকের কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে তামিলনাড়– সেন্ট্রাল জেলহাজতে পাঠায়। সেখানে ২ বছর জেলখাটে তারা । পরে দুই দেশের ‘স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের’ চিঠি চালাচালির এক পর্যায়ে ভারত সরকারের দেয়া ‘বিশেষ ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।
ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।সেখান থেকে তারা নিজ নিজ বাড়ী দিনাজপুর ও সাতক্ষীরায় ফেরৎ যাবেন