ক্রাইমবার্তা রিপোট:কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিভিন্ন কেন্দ্রে এখন ভোট গণনা চলছে।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু, জেএসডি’র শিরিন আক্তার ও স্বতন্ত্র প্রার্থী মো. মামুনূর রশীদ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে দুই শতাধিক প্রার্থী রয়েছেন।
এ সিটিতে সাধারণ ওয়ার্ড সংখ্যা ২৭টি, সংরক্ষিত ওয়ার্ড ৯টি, ভোটকেন্দ্র ১০৩টি এবং ৬২৮টি ভোট কক্ষ। এখানে মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৪৪৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৫ হাজার ১১৯ জন।
ভোটাররা কেন্দ্রে যাওয়ার পর ভোটার তালিকায় তাদের নাম পরীক্ষা করে ব্যালট পেপার দেয়। প্রত্যেক ভোটার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে আলাদা আলাদা ব্যালটে ভোট দেয়।