নতুন মিউজিক ভিডিওতে গৃহবধূ পড়শী

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:সোশ্যাল মিডিয়ায় গৃহবধূ পড়শীকে দেখা মেলার পরপরই পড়শীর সাথে যোগাযোগ করা হয়, বিয়ে করে ফেললেন নাকি? কেননা সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকেই ঘুরছে একটি ছবি আর তাতে লাল টুকটুকে শাড়িতে দেখা যাচ্ছে গৃহবধূরূপে।

নতুন মিউজিক ভিডিওতে গৃহবধূ পড়শী

 কিন্তু পড়শী আরো কয়েকটি ছবি পাঠিয়ে দিলেন এবং তারপর বললেন আসল ঘটনা। কী সেই ঘটনা?

নতুন একটি মিউজিক ভিডিওতে পড়শীকে এই চেহারায় দেখা যাবে। তানজিব সারোয়ারের কথা ও সুরে মন ভুইলা নামের একটি গানের মিউজিক ভিডিওর দৃশ্য এটি। গানে পড়শীর সাথে কণ্ঠ দিয়েছেন জুয়েল মোর্শেদ।   আর সঙ্গীত আয়োজন করেছেন আমজাদ। মডেল হিসবেও তাঁদের দুজনকেই দেখা গেল।   গ্রামীন প্রেক্ষাপটে নির্মিত এই ভিডিওতে পরশী একজন নিখাঁদ গৃহবধূ।

পড়শীর ভাই সিয়াত এহসান  বলেন, এটি একটি নতুন মিউজিক ভিডিওর স্থিরচিত্র।   যার শুটিং হয়েছে  পুবাইল, ঢাকা ও পদ্মা নদীর পাড়ে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।   খুব শিকগগির এটি মুক্তি পাবে বলে তিনি জানান।

গতকাল থেকে একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর অনেকেই দ্বিধায় পড়ে গিয়েছিলেন সেদিনের সেই ছোট্ট মেয়েটি কি আজ তবে সত্যিই বিয়ে করে ফেললেন? কে পাত্র, কিইবা তার পরিচয়।

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।