রাণীশংকৈলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট:রাণীশংকৈল প্রতিনিধি ঃ সারাদেশের ন্যায় ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই নির্বাচনে উপজেলার প্রতিটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।21 নির্বাচন চলাকালিন সময়ে উপজেলার শত বছরের ঐতিহ্যবাহি স্বনামধন্য পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শনের সময় এক মনোমুগ্ধকর পরিবেশ চোখে পড়ে। স্কুলের প্রতিটি শ্রেণির ছাত্র-ছাত্রীরা প্রতক্ষ্যভাবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। ছাত্র-ছত্রীদের সারিবদ্ধভাবে ভোট প্রদানের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। প্রধান নির্বাচন কমিশনার লুমিন আতেফ বলেন, নিয়ম শৃংখলার মধ্য দিয়ে নির্বাচন চলছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা বলেন, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মধ্য দিয়ে এখন থেকেই নেতৃত্বের প্রতি দায়িত্বশীল হওয়া, জয়-পরাজয় মেনে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এই নির্বাচন পুরোটাই স্কুলের ছাত্র-ছাত্রীরা নিয়ন্ত্রণ করছে। নির্বাচনের সফলতা দেখে সত্যি আমি মুগ্ধ।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।