ক্রাইমবার্তা রিপোট:বুথে ভোটারের ব্যালট কেড়ে এজেন্টদের নৌকায় সিল মারছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন নারী ভোটার। ধনাইতরি সরকারি প্রথমিক বিদ্যায় কেন্দ্রে ভোট দিতে এসে কেন্দ্র থেকে বের হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তারা এ অভিযোগ করেন।
ভোটার আঙ্গুরুন নেছা ম্যাজিস্ট্রেটকে জানান, কেন্দ্রের মহিলা বুথে তারা ভোট দিতে ব্যালট নিয়ে প্রবেশ করেন। কিন্তু বুথে থাকা আওয়ামীলীগ প্রার্থীর এজেন্ট আসাদুজ্জামান তাদেরকে ভয় দেখিয়ে তাদের ব্যালট কেড়ে নিয়ে তিনি নৌকা প্রতিকে সিল দিয়ে তা বাক্সে ছেড়ে দেন। এসময় তারা প্রতিবাদ করলে তাদের বের করে দেয়া হয়।
এমন অভিযোগে ম্যাজিস্ট্রেট আবদুররুফ তালুকদার অভিযুক্ত এজেন্টের কাছে গিয়ে তার সত্যতা জানতে চাইলে এজেন্ট আসাদুজ্জামান তার সত্যতা স্বিকার করেন। পরে ম্যাজিষ্ট্রেট তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে তাকে সতর্ক করে ছেড়ে দেন।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে ২৬ নাম্বার ওয়ার্ড বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ১০টি বোমা উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী।