ক্রাইমবার্তা রিপোট:কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের আন্তরিকতার যথেষ্ট ঘাটতি ছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বর্তমান সিইসি যতোই সুষ্ঠু নির্বাচনের কথা বলুন না কেন তিনি কুসিকে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরীতে ব্যর্থ হয়েছেন- বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
কুমিল্লা নির্বাচন প্রমাণ করে শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয়- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের কঠোর সমালোচনা করেন রিজভী বলেন, ককটেল বোমা ফাটিয়ে ভোট কেন্দ্রে ত্রাসের রাজত্ব কায়েম, কেন্দ্র দখল করে ব্যাপক জাল ভোট দেয়া, ব্যালট ছিনতাই করা, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে সেজন্য বাধা সৃষ্টি করা, আগের রাতে এলাকায় এলাকায় দলীয় সন্ত্রাসীদের দ্বারা ভীতি সৃষ্টি করা এবং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের অসহায়ত্বই হলো আওয়ামী লীগের অধীনে নির্বাচনের নমূনা।
কুসিক নির্বাচনে ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়া, নেতাকর্মীদের গ্রেফতারসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, ভোট চলাকালে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের ক্যাডাররা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়ে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের ভোটদানে বাধার সৃষ্টি করে। নৌকার প্রার্থীর লোকেরা এলাকায় এলাকায় মহড়া দিয়ে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যায় সেজন্য আতংক সৃষ্টি করা হয়।
Check Also
সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …