নড়াইলে গৃহবধূ খুন, মুক্তিযোদ্ধা আটক

ক্রাইমবার্তা রিপোট:নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের কচুয়াডাঙ্গা গ্রামে জমিজমার বিরোধে রুমি বেগম (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।

14

এ সময় দুর্বৃত্তরা তার স্বামী বাবুল শেখকেও (২৮) কুপিয়ে গুরুতর আহত করেছে। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রুমি বেগম এক সন্তানের জননী। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী মুক্তিযোদ্ধা হিরু শেখকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাবুল শেখের সঙ্গে বসতভিটার জমি নিয়ে প্রতিবেশী মুক্তিযোদ্ধা হিরু শেখ, দুলু শেখ, শুকুর শেখ ও শাহাদ শেখের মধ্যে বিরোধ চলে আসছিল।

বিবদমান ওই জমি নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের লোকজন বাবুল শেখের ওপর হামলা চালায়।

এ সময় বাবুল শেখের স্ত্রী রুমি বেগম বাধা দিলে তাকে কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই রুমি বেগমের মৃত্যু হয়।

এ সময় বাবুলকেও কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। পরে প্রতিবেশীরা বাবুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নড়াগাতি থানার ওসি মাহবুবুর রহমান যুগান্তরকে জানান, গৃহবধূ রুমি বেগম হত্যার সঙ্গে জড়িত সন্দেহে প্রতিবেশী মুক্তিযোদ্ধা হিরু শেখকে আটক করা হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।