‘বিয়ে না হওয়া পর্যন্ত এক চুলও পিছপা হব না’

ক্রাইমবার্তা রিপোট:সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে প্রেমিকা। শুক্রবার সকাল থেকে এ অনশন শুরু হয়েছে।

জানা গেছে, থানার চৌবিলা কাচারীপাড়া গ্রামের ওমর আলীর মেয়ে ও চৌবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সাথী খাতুনের (১৫) সঙ্গে বড় চৌবিলা গ্রামের গোলাম আজমের ছেলে এবং উল্লাপাড়া সরকারি আকবর আলী অনার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলামের (১৮) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অনশনরত সাথী খাতুন বলেন, বিয়ের আশ্বাস দিয়ে জাহিদ আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এখন সে আমাকে বিয়ে না করে এড়িয়ে চলার চেষ্টা করছে। একারণে আমি বিয়ের দাবিতে শুক্রবার ভোর থেকে আমরণ অনশন শুরু করেছি। বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখান থেকে এক চুলও পিছপা হব না। এমনকি পানি পর্যন্তও পান করব না।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, উভয় পরিবারের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা চলছে। বিষয়টি শিগগিরই মীমাংসা করা হবে।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।