ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :অবশেষে সরকারিভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শদাতার দায়িত্ব পেলেন তার বড় মেয়ে ইভাঙ্কা (৩৫)। তবে, এই দায়িত্ব পালনের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেবেন না। হোয়াইট হাউজের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।
ইভাঙ্কা ট্রাম্পের স্বামী জারেড কুশনার সরকারিভাবে সিনিয়র পরামর্শদাতার ভূমিকা পালন করছেন। সেখানে ইভাঙ্কাকে দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টের ‘অ্যাসিস্ট্যান্ট’-এর পদ। জানুয়ারিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে অভ্যর্থনা জানানোর সময় ট্রাম্পের পাশে ছিলেন ইভাঙ্কা। এই মাসের প্রথমদিকে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময়ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ইভাঙ্কা।
হোয়াইট হাউজে তার নিজস্ব একটি অফিসও রয়েছে। স্বভাবতই, ইভাঙ্কার ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিলেন। সরকারি ঘোষণার সঙ্গে সঙ্গে তাতে যবনিকা পড়ল। ইভাঙ্কার স্বামীও তার দায়িত্ব পালনের জন্য কোনো পারিশ্রমিক নেন না।