নৌকা বুকে নিয়ে ধানের শীষের প্রার্থীকে জিতিয়েছে বিএনপি: নোমান

ক্রাইমবার্তা রিপোট: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা বুকে নিয়ে বিএনপির সমর্থকরা ধানের শীষে প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।8
শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
‘মহান মুক্তিযুদ্ধ ও শহীদ জিয়া’ শীর্ষক এ সভায় তিনি বলেন, কুসিক নির্বাচনে জেতার জন্য আমরা অনেক কৌশল অবলম্বন করেছি। এর মধ্যে ছিল, নৌকা প্রতীক বুকে নিয়ে ধানের শীষের ব্যালটে সিল মারা। কারণ পুলিশ যদি দেখে ভোটার বিএনপির সমর্থক তাহলে মারধর করে বের করে দেবে। এর কারণ পুলিশ আমাদের পক্ষে ছিল না।
আব্দুল্লাহ আল নোমান বলেন, কুসিক নির্বাচনে ধানের শীষের প্রার্থী মনিরুল হক সাক্কু জয়লাভ করেছেন। এই নির্বাচন নিয়ে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক আলোচনা হয়ছে। ব্যালট পেপারে সিল মারা, ভোটারদের কেন্দ্র থেকে বের করতে দেওয়া, এজেন্টদের বের করে দেওয়া, কেন্দ্র দখল, এগুলো অভিযোগ আমরা করেছিলাম। কিন্তু এগুলো কোনটাই মিথ্যা নয়। এটা টেলিভিশনেও দেখিয়েছে।
কুসিক নির্বাচনে নির্বাচন কমিশন পুরিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে নাই দাবি করে নোমান বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করলে বিএনপির প্রার্থী ১০ হাজারের পরিবর্তে ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হত।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মধ্যে দিয়ে দেশের মানুষের চোখ খুলে গেছে- বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু’র হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, নুরুল আলম নুরুকে পুলিশ গ্রেফতার করেছে এবং পুলিশী হত্যা করেছে। এটা স্পষ্ট। এসময় নুরু হত্যা বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান নোমান।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।