ক্রাইমবার্তা রিপোট:পাইকগাছা প্রতিনিধি ॥পাইকগাছার পল্লীতে নামাজখানাসহ বাড়ি-ঘর ভাংচুর সহ মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনাটি উপজেলার বাঁকা গ্রামে বৃহস্পতিবার সকালে। সরেজমিনে তথ্যানুসন্ধান ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বাঁকা গ্রামের মৃত মাদার মোড়লের পুত্র জবেদ আলী মোড়ল পার্শ্ববর্তী রাড়–লী গ্রামের শেখ নুর মোহাম্মদের নিকট থেকে বাঁকা মৌজায় ৬ বিঘা জমি ডিড নিয়ে দীর্ঘদিন ধরে ধান্য ও মৎস্য চাষ করে আসছে। জমিটি গ্রাম্য এলাকায় বিধায় সেখানে জবেদ আলী আলাদা নামাজখানাসহ বাড়ি-ঘর তৈরী করে বসবাস করে আসছে। বৃহস্পতিবার সকালে একই এলাকার আয়জুল গোলদার, শাহাজান গোলদার, সাহেব আলী, মোমিন গোলদার, আজিজুল গোলদার ও মুজিবর গোলদার সহ ৩০/৩৫ জন দুর্বৃত্ত জোটবদ্ধ হয়ে জবেদ আলীর নামাজখানাসহ বাড়ি-ঘর ভাংচুর ও তছনছ করে দেয়। এমনকি দুর্বৃত্তরা পাকা টয়লেটও ভাংচুর করে। এ ঘটনায় বাঁধা দিতে গেলে তারা জবেদ আলী সহ তার পরিবারের লোকজনের ব্যাপক মারপিট করে ৩ জনকে আহত করে। এরপর তারা বসত ঘরের আসবাবপত্রসহ নগদ টাকা লুটপাট পূর্বক লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় ভাংচুরে অংশগ্রহণকারী মোমিনের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার জানান, এভাবে একজনের বাড়ি-ঘর ভাঙ্গা ঠিক হয়নি। তবে জমির নুরু শেখ জবেদকে ডিড দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জবেদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …