ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশোয়ার প্রদেশের ২৫০ কিলোমিটার দূরে পারাশিনার শহর। সেখানে শুক্রবার সকালে একটি মার্কেটে বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ৬ জন। আহত হয়েছে ৪০ জন। জানিয়েছে ডন নিউজ।
স্থানীয় রাজনৈতিক নেতা ইকরামুল্লাহ খান ডন নিউজকে জানিয়েছে, সকালে লোকভর্তি নূর মার্কেটে বোমাটি বিস্ফোরিত হয়। জায়গাটি শহরের ব্যস্ততম স্থান।
নিরাপত্তাকর্মীরা বিশেষ ব্যবস্থায় জায়গাটি ঘেরাও করে রেখেছে। রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য কাছাকাছি হাসপাতাগুলেকে অনুরোধ করেছে।
বছরের শুরুতেই ওই স্থানের কাছাকাছি আরেকটি বোমা হামলা হয়েছির। তখন ২৫ জন মারা গিয়েছিল।
জানুয়ারি মাসের হামলার দায় স্বীকার করেছিল লস্কর-ই-জাংভি আল-আলামির সঙ্গে তারিক-ই-আল-তালিবান পাকিস্তান।
এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। এ খবরটি এখনো তথ্য-সমৃদ্ধ হচ্ছে। ডন নিউজ
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …