রেফারিকে কিছু বলিনি : ফিফাকে চিঠি মেসির

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:দেশের যখন তাকে সবথেকে বেশি দরকার, তখনই ফিফা তার ঘাড়ে চার ম্যাচ নির্বাসনের খাঁড়া ঝুলিয়ে দিয়েছে। যা নিয়ে এখনো তোলপাড় গোটা দুনিয়া। শোনা যাচ্ছে, মেসির শাস্তির পেছনে নাকি হাত রয়েছে খোদ ডিয়াগো ম্যারাডোনার, যা আবার তিনি অস্বীকার করেছেন। এই বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন লিওনেল মেসি। এক সাক্ষাৎকারে জানালেন, চিলি ম্যাচে যে গালাগালি দিয়েছেন, তা আদৌ কাউকে উদ্দেশ করে দেওয় ছিল না। তার পরই আবার লম্বা চিঠি দিয়েছেন ফিফাকে। যেখানে তার অনুরোধ, কাউকে আঘাত করে থাকলে তার জন্য ক্ষমা চাইছেন। সব মিলিয়ে জমজমাট পরিস্থিতি।

নির্বাসনের পরে মেসি কী বলেন, তা জানতে উৎসুক ছিল গোটা বিশ্ব। এমন সময় স্পেনের একটি সংবাদপত্রে ফিফাকে আর্জেন্টিনা ফুটবল সংস্থার পাঠানো একটি বিবৃতিতে মেসির মন্তব্য পাওয়া গেছে, যেখানে তিনি এই কঠোর শাস্তিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন। মেসির কথায়, ‘‌সেদিন মাঠে যা যা বলেছিলাম, তা একান্তই হতাশার বহিঃপ্রকাশ। কাউকে উদ্দেশ করে বলতে চাইনি। পুরোটাই ছিল হাওয়ায় ভাসানো কথা। লাইন্সম্যানকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইনি।’‌
আর্জেন্টিনার পক্ষ থেকে ফিফাকে সরকারি আবেদন করা তো হয়েছেই, মেসি নিজেও গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে একটি চিঠি লিখেছেন ফিফাকে। স্প্যানিশ ভাষায় ৯টি অনুচ্ছেদে লেখা ওই চিঠিতে মেসি স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘‌লাইন্সম্যানকে মৌখিক আক্রমণ করার যে অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছে, তার তীব্র বিরোধিতা করছি আমি। বিশ্বাস করি না যে, আমার এই আচরণ ফিফার আচরণবিধির ৫৭ নম্বর ধারার অধীনে পড়ছে।’
শুধু এটুকুই নয়, বাকি চিঠি জুড়ে একের পর এক যুক্তি সাজিয়েছেন মেসি। যেখানে কেন তার এই শাস্তি পাওয়া উচিত নয়, তা ব্যাখ্যা করেছেন। মেসি লিখেছেন, ‘‌একজন লাইন্সম্যান, যিনি ব্রাজিলের নাগরিক, তিনি আমার কথা স্পষ্টভাবেই বুঝতে পারছিলেন না। এতটাই যে, মাঝে মাঝে আমরা বন্ধুর মতো কথাও বলছিলাম। তখন একবারও মনে হয়নি আমার কোনো কথা ওকে আঘাত করেছে। তবু যদি আমার কোনো কথায় তার আঘাত লেগে থাকে, যা আমি ইচ্ছে করে বলতে চাইনি, তা হলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’‌
মেসির এ–ও অভিযোগ, ফিফার কাছে যে ভিডিওটি পাঠানো হয়েছে, তা সম্পাদনা করা এবং মাঠের ঘটনা নাকি আদৌ সেরকম ছিল না।
এদিন সামনে এসেছে আরেকটি তথ্যও। আগেই জানা গিয়েছিল, ম্যাচ রেফারি লারিওন্দা সেদিন নিজের রিপোর্টে গালাগালির ঘটনা উল্লেখ করেননি। কিন্তু আর্জেন্টিনার সংবাদপত্র ‘‌ওলে’‌ আঙুল তুলেছে কনমেবল–এর রেফারি অ্যাসোসিয়েশন এবং কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সভাপতি উইলসন সেনেমের দিকে। তাদের দাবি, উইলসন নাকি লারিওন্দার রিপোর্ট দেখার পরই তাকে চাপ দিতে থাকেন মেসির ওই ঘটনা রিপোর্টে অন্তর্ভুক্ত করার জন্য। পাশাপাশি উইলসন জানান, ফিফাকে সংশ্লিষ্ট ভিডিও পাঠানোর ব্যবস্থা তিনিই করবেন। লারিওন্দা কথামতো ওই লাইন্সম্যান এমার্সনের অভিজ্ঞতার কথা রিপোর্টে ঢুকিয়ে দেন। এমার্সন আবার পরে জানিয়েছেন, মাঠে মেসির কোনও কথা তিনি বোঝেননি। টিভি দেখে তার মনে হয়েছে, মেসি তাঁকে গালি দিয়েছেন!
ডিয়াগো ম্যারাডোনা আবার তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। স্পষ্ট জানিয়েছেন, ‘‌আমি বিষয়টা নিয়ে (‌জিয়ান্নি)‌ ইনফ্যান্টিনোর সঙ্গে কথা বলব। ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত। চার ম্যাচ মানে অনেক বড় নির্বাসন। যদিও মেসির কথাটা খুব একটা ভালো নয়। তবু আমার মনে হয়, সিদ্ধান্ত একটু বাড়াবাড়ি হয়ে গেল।’‌ এই নিয়ে মেসির সঙ্গে তার কোনো কথা হয়নি, সেটাও জানিয়ে দিয়েছেন।
এদিকে, নির্বাসনের পর দু’‌দিন কাটতে না কাটতেই মেসির প্রতি সমর্থন ভেসে এসেছে বিভিন্ন জায়গা থেকে। আর্জেন্টিনা ফুটবল সংস্থার (‌আফা)‌ নতুন সভাপতি হয়েই সংবাদ সম্মেলন ডেকেছিলেন ক্লদিও তাপিয়া। রায়ের বিরুদ্ধে আবেদনের কথা সেখানেই ঘোষণা করেন। ‘‌এই বিষয় নিয়ে লড়ার মতো প্রয়োজনীয় আইনজীবী আমাদের হাতে রয়েছে। মেসির শাস্তি তুলে নেয়ার যাবতীয় চেষ্টা আমরা করব।’‌ বলেন ক্লদিও।
বৃহস্পতিবার সকালে বার্সেলোনার পক্ষ থেকেও একটি বিবৃতি জারি করা হয়, যেখানে একই সঙ্গে ‘‌বিস্ময় প্রকাশ’‌ এবং ‘‌ধিক্কার’‌ জানানো হয়েছে। ‘‌মেসির এই নির্বাসন আমাদের ক্লাবের কাছে সম্পূর্ণ অন্যায্য এবং কাণ্ডজ্ঞানহীন। মাঠ এবং মাঠের বাইরে মেসি একজন উদাহরণযোগ্য প্লেয়ার। বার্সা মেসির পাশে রয়েছে।’‌
আর্জেন্টিনার সাবেক কোচ লুই সিজার মেনোত্তিও বলেছেন, ‘‌মানছি ও (‌মেসি)‌ ভুল করেছে এবং ওর শাস্তি পাওয়া উচিত। কিন্তু সেটা কখনো চার ম্যাচ নয়। কারণ মেসি কখনো আগে এরকম করেনি। না বার্সেলোনার হয়ে, না জাতীয় দলের হয়ে।

 

Check Also

আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।