ফিরোজ হোসেন ॥ “দৃষ্টি জুড়ে সমৃদ্ধ একটি দেশের স্বপ্ন দেখি আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে পালিত হল দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশন টিভির ১১তম জন্মদিন। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের হলরুমে এসে মিলিত হয় আলোচনা সভায়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, বাংলাভিশন এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথি এসময় বলেন, বাংলাভিশন তার যাত্রার শুরু থেকে দেশ, মাটি ও মানুষের কথা বলে চলেছেন। তার নান্দনিক প্রোগাম ও বস্তুনিষ্ঠ সংবাদ দর্শককে মুগ্ধ করে চলেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এ চ্যানেলটি এগিয়ে যাবে স্ব-মহিমায় এমনটি প্রত্যাশা করেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল হোসেন, জেলা পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা, কালের চিত্রের সম্পাদক আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিরা একটি বিশাল কেক কেটে জন্মদিন উদযাপন করেন।
অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।