ক্রাইমবার্তা রিপোট:কুমিল্লার কোটবাড়ীতে উগ্রবাদী আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযানে আস্তানার আশপাশে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ শুক্রবার সকাল সাতটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা রূপালী মণ্ডল।
বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের দিন নির্ধারিত থাকায় নির্বাচন কমিশনের নির্দেশে ভোটকেন্দ্র সংলগ্ন ওই বাড়িটিতে অভিযান চালানো হয়নি।
অভিযানকে কেন্দ্র করে ওই বাড়ির চারদিকে এক কিলোমিটার এলাকাজুড়ে র্যাাব-পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেছে। ওই বাড়িতে জঙ্গিদের অবস্থান থাকায় স্থানীয় এলাকার লোকজনকে বাড়ি সংলগ্ন সড়কে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
স্থানীয়রা জানান, তিনতলা বাড়িটির উপরতলা নির্মাণাধীন। দুই ইউনিটের ওই বাড়ির নিচতলা ও দোতলা ম্যাচ হিসেবে ৩ মাস আগে ভাড়া দেয়া হয়। কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে আটক জঙ্গির দেখানো মতে বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ওই বাড়িটি ঘেরাও করে দরজায় বাইরে থেকে তালাবদ্ধ করা দেয়।
এদিকে ওই এলাকায় এ অভিযানকে কেন্দ্র করে লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনাস্থলে বর্তমানে চট্টগ্রাম থেকে আসা সোয়াট এর একটি টিম ছাড়াও ক্রাইম সিন ইউনিট, বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্য, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন বলে নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।
তিন তলা ওই বাড়িতে এক বা একাধিক উগ্রবাদী অবস্থান করছে এবং তাদের কাছে বিস্ফোরক রয়েছে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা।
এর আগে গত তিনদিন থেকে বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছিলো। শুক্রবার সকাল ৮টার দিকে তাদের সঙ্গে যোগ দিয়েছেন সোয়াট ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা।
পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন জানিয়েছেন, জননিরাপত্তার স্বার্থে শুক্রবার সকাল থেকে কোটবাড়ীর দক্ষিণ বাগমারার ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বন্ধ রাখা হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ।
সকাল থেকেই পুরো এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোটবাড়ি থেকে বার্ড পর্যন্ত সড়কে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।