টাইগারদের ইতিহাস গড়ার ম্যাচ সকাল ১০টায়

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ওডিআই আজ। বাংলাদেশ সময় সকাল ১০টায় কলোম্বর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শুরু হবে ম্যাচটি। জয়ের স্্েরাত অব্যাহত রাখতে প্রস্তুত টাইগাররা। অন্যদিকে সিরিজের প্রথম ওয়ানডের ব্যর্থতা মুছতে দিয়ে বাংলাদেশকে রুখে দিতে চায় শ্রীলঙ্কা।
দেশের মাটিতে ধারাবাহিক জয় বাংলাদেশের জন্য নতুন নয়। সবশেষ সাতটি হোম সিরিজের ছয়টিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এবার চ্যালেঞ্জ দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও সাফল্য আদায় করা। সেই লক্ষ্যে শততম টেস্টে জয়ের পর প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুরুটা হয়েছে দুর্দান্ত। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় তৃতীয় ও শেষ ওডিআই এখন সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়িয়েছে।1

পরিত্যক্ত হওয়া ওয়ানডেতে বৃষ্টির কারণে লঙ্কানদের ৩১১ রানের জবাবে ব্যাটিংয়ে নামা হয়নি। এ টার্গেটও অতিক্রম করা যেত বলে আত্মবিশ্বাসী ছিলেন মাশরাফি। তবে সিরিজ নিশ্চিতের তৃতীয় ম্যাচটিতে বোলিংয়ে শৃঙ্খলা আনার দিকে জোর দিচ্ছেন তিনি।
সিংহলিজের উইকেট নিয়ে মাশরাফির বলেছেন, ‘সিংহলিজের ইতিহাস দেখলে এখানের গড় স্কোর ২৭০ থেকে ২৯০। তার মানে এটা তিনশ’ ছাড়াতে পারে। তাই আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, যদি আমরা তাদের তিনশ’র নিচে আটকে রাখতে পারি ব্যাটসম্যানদের জন্য তা সুবিধাজনক হবে।’
টস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ও উল্লেখ করে মাশরাফি বলেন, ‘অনেক সতর্কতা অবলম্বন করে খেলা কঠিন। ম্যাচ জিততে চাইলে রক্ষণাত্মক খেলে সম্ভব নয়। আমার মতে নির্ভার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সৌভাগ্যক্রমে দল দু’টি ম্যাচ জিতে ছন্দে রয়েছে। আমি সবসময়ই চাইবো যেন আমরা আক্রমণাত্মক খেলি। ক্রীড়ায় শরীরী ভাষাও গণ্য করতে হবে।’

অন্যেিদক শ্রীলঙ্কার ম্যানেজার আসাঙ্কা গুরু সিনহা বলেছেন, ‘দল ভালো অবস্থায় আছে, সবাই মানসিকভাবে চাঙ্গা আছে। সবাই জানে, নতুন একটা ম্যাচ অপেক্ষা করছে। উইকেট দেখে বেশ ভালো মনে হলো। দারুন একটা ম্যাচের প্রত্যাশা করছি। আমরা জিতবো কি না তা নিয়ে তো চাপ আছেই। সিরিজ হাতছাড়া যেন না হয় সে চেষ্টাই আছে। চাপ সবসময়ই থাকবে।’
এখন দেখার পালা ম্যাচ কার দিকে গড়ায়।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।