ঢাকায় কলকাতার জনপ্রিয় নায়ক দেব

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:জাতীয় সংসদ ভবনে শুরু হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সমাবেশ। চলবে ৫ এপ্রিল পর্যন্ত। বিভিন্ন দেশের সাংসদররা যোগ দিচ্ছেন এ আয়োজনে। এ সমাবেশে যোগ দিতে কলকাতার হৃদয় কাঁপানো চলচ্চিত্র নায়ক দেব ঢাকায় পৌঁছেন শুক্রবার দুপুরে। সম্ভাবনা আছে নতুন ছবি স্বাক্ষরেরও।4

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেব জানিয়েছেন, প্রিয় ঢাকা শহরে আসতে পেরে তিনি বেজায় খুশি। সাংসদ ও সংসদ বিষয়ক সম্মেলন শেষে ঢাকায় স্থানীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসবেন ছবির পরিকল্পনা নিয়ে। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে বিশেষ বৈঠকের পাশাপাশি বেশ কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্বের সঙ্গেও দেব সাক্ষাত করছেন এই সফরে।
দীপক অধিকারী দেব ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কলকাতার ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। আর ঢাকায় তাই দেব থাকছেন পশ্চিমবঙ্গের সাংসদ হিসেবে।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।