ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আড়াই শতাধিকে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো শতাধিক। গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
দেশটির পুতুমায়ো প্রদেশে শনিবার রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি উপচে পড়ে মোকোয়া শহর প্লাবিত হয়ে যায় এবং ধসে পড়ে বহু ঘর, মাটির নিচেও বাড়িঘর চাপা পড়ে যায়।
দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এ ঘটনায় নিহত হয়েছেন ২৫৪ জন। আহত হয়েছেন চার শতাধিক। এবং নিখোঁজ রয়েছেন আরো দুই শতাধিক।
উদ্ধার কাজে ১১০০ জন সৈন্য কাজ করছেন। সাথে আছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
উদ্ধারকাজে নিয়োজিত এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, শহরটির মূল হাসপাতালে আহত মানুষদের সামলাতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা।
ইতোমধ্যেই দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। ওই এলাকায় জরুরি অবস্থাও ঘোষণা করেছেন তিনি।
শহরটির গভর্নর সরেল আরোকা কলম্বিয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আশপাশের সব এলাকা মাটিতে চাপা পড়ে গেছে।
এদিকে উদ্ধার কর্মীরা জানাচ্ছেন, খারাপ আবহাওয়ার কারণে এবং রাস্তাঘাট ভেঙে পড়ার কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে।
কলম্বিয়ার এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নেতারা।
মেক্সিকো, আর্জেন্টিনা ও ফ্রান্স তাদের সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে।