ক্রাইমবার্তা রিপোট:প্রশ্ন ফাঁসরোধে আগামী বছর থেকে স্থানীয়ভাবে প্রশ্নপত্র ছাপিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া যাবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন রোববার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা থেকে ডিজিটাল ব্যবস্থায় প্রশ্ন প্রণয়ন করে তা স্থানীয় প্রশাসনের অধীনে ছাপিয়ে পরীক্ষা নেয়া হবে।