ক্রাইমবার্তা রিপোট:মোঃ আলাউদ্দীন,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৭ উপলক্ষে হাটহাজারী উপজেলা কমিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের প্রদত্ত নানা কর্মসূচি পালনের অংশ হিসেবে হাটহাজারী উপজেলার ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে ১ এপ্রিল ২০১৭ ইং বেলা ১:১৫ মিনিটের দিকে দুর্নীতি প্রতিরোধ র্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে হাটহাজারী উপজেলা কমিটির সাধারন সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া,হাটহাজারী অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দীন,অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন উদ্দীন সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু পুরোপুরি দুর্নীতি মুক্ত হয়নি, শুধু ঘুষ লেনদেনই একমাত্র দুর্নীতি নয়,সকল অনিয়মই দুর্নীতি। তিনি দলমত নির্বিশেষে সকলকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেযার আহবান জানান।
হাটহাজারীতে ভুমি সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃআতাউর রহমান মিয়া,হাটহাজারী(চট্টগ্রাম) সংবাদদাতাঃ
হাটাজারীতে ভুমি সংক্রান্ত সেবা সহজ করন ও জনবান্ধব ভুমি অফিস গড়ার লক্ষে ভুমি সেবা সপ্তাহ ২০১৭ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে হাটহাজারী উপজেলা ভুমি অফিসের আয়োজনে ২ এপ্রিল ১৭ ইং রবিবার সকাল সাড়ে ১১টায় র্যালি ও পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আফছানা বিলকিছ এর সভাপতিত্বে উপজেলা ভুমি কর্মকর্তা আরিফুল ইসলাম সর্দার এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির,মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মনোয়ারা বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ ফজলে রাব্বী, মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দীন জাহাংগীর,প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া,উপজেলা কার্য্যালয় ও ভুমি অফিসের কর্মকর্তাগণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।