ক্রাইমবার্তা রিপোট: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জোট গঠন করেই আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহণ করবে। জোটের বিরুদ্ধে কোন কথা বলা যাবেনা বলে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী জোটের মাধ্যমে শক্তি অর্জন করে আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করবে।
রবিবার দুপুরে জাতীয় যুব সংহতির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন উপলক্ষে আয়োজিত এক যুব সমাবেশে তারা বক্তব্যে এসব কথা বলেন।
দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করে যাতে ক্ষমতায় যেতে পারে তার জন্য যুব সমাজকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গ্রামে-গঞ্জে গিয়ে জনগণের কাছে জাতীয় পার্টির কথা তুলে ধরে দলকে শক্তিশালী করতে হবে।
এরশাদ বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য দলীয় শক্তি প্রয়োজন। প্রতিটি ওয়ার্ডে সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। দলকে শক্তিশালী করতে পারলেই জাতীয় পার্টি ক্ষমতার দুয়ারে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …