ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল সংবাদদাতা। বেনাপোল সানরাইজ পাবলিক স্কুলে এবার জেএসসি পরীক্ষায় সরকারী মেধা তালিকায় বৃত্তি পেয়েছে ১৬ জন। তার মধ্যে ট্যালেন্টপুলে ৮ জন এবং সাধারনে ৮ জন। উপজেলায় ১২জন ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের ৮ জনই সানরাইজ পাবলিক স্কুলের শিক্ষার্থী। গত জেএসসি‘র ফলাফলে সাফল্যর সাথে শতভাগ পাশ করেছিল এ স্কুলের শিক্ষার্থীরা। তাছাড়া জেএসসি পরীক্ষায় ৬৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছিল ৩৪ জন, এ গ্রেড পেয়েছে ২৯ জন, এ মাইনাস পেয়েছে ৫ জন এবং বি পেয়েছে ১ জন।
সানরাইজ পাবলিক স্কুলের অধ্যক্ষ মো: নজরুল ইসলাম জানান এ স্কুল প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক ভাবে এমন সাফল্য বয়ে আসছে
বেনাপোল দিয়ে প্রশিক্ষণে ৩০ সদস্যের বিজিবি প্রতিনিধি দল ভারত গেলেন
বেনাপোল প্রতিনিধি :বিজিবি বিএসএফ যৌথ কমান্ডো প্রশিক্ষণে যোগ দিতে বিজিবি’র ৩০ সদস্যর একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোসট দিয়ে ভারত গেলন।
সোমবার (০৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের সিপাহী আশরাফুল ইসলামের নেতৃত্বে ভারতে প্রবেশ করেন।
এ সময় বিজিবি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে গেলে তাদের শুভেচ্ছা জানান ভারতীয় ৬৪ সীমান্ত রক্ষীবাহিনীর এসি আরজি মিনা।
প্রতিনিধি দলে আছেন ৪৮ বিজিবর ২ জন,১৪ বিজিবির ২ জন,৪৯ বিজিবির ২ জন,১১বিজিবির ২ জনসহ মোট ৩০ জন সদস্য। ভারতের ঝাড়খন্ড প্রদেশের হাজারীবাগ বিএসএফ একাডেমিতে ৪০ দিনব্যাপি এই কমান্ডো প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবদার আব্দুল ওয়াহাব উন্নত কমান্ডো প্রশিক্ষণে ৩০ সদস্যের প্রতিনিধি দল ভারতে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।