পহেলা বৈশাখে বিকাল ৫টার পর কোনও অনুষ্ঠান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রাইমবার্তা রিপোট: বৈশাখে বিকাল ৫টার পর খোলা স্থানে কোনও ধরনের অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার (৩ এপ্রিল) বিকালে সচিবালয়ে পহেলা বৈশাখ, ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনের নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।21
বৈঠকে র‌্যাব ও আনসারের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব। গত বছর সরকার এ দিনটি পালনের জন্য সরকারি চাকরিজীবীদের বোনাস দিয়েছে। ফলে দিনটি সমস্ত বাঙালির জন্য আনন্দের ও উৎসবের। এ কারণেই দিনটিকে আমরা নিরাপদ রাখতে চাই। এ জন্য আমরা সভা ডেকেছিলাম। এদিন সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে চাই। তাই বিকাল ৫টার পর দেশের কোনও খোলা স্থানে অনুষ্ঠান করা যাবে না।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার শুরুতেই যারা অংশ নেবেন, তারাই শেষ পর্যন্ত থাকবেন। মাঝখানে কেউ শোভাযাত্রায় প্রবেশ করতে পারবেন না। এছাড়া শোভাযাত্রায় ভুভুজেলা বাজানো যাবে না, ভয়ের সৃষ্টি করে এমন কোনও বিকট শব্দ করা যাবে না। ঢাবি এলাকায় অনুষ্ঠানসূচি পরিচালনার ক্ষেত্রে সবাই সরকারের নির্দেশ মেনে চলবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই দিন রমনা বটমূল, টিএসসি, রবীন্দ্র সরোবর এলাকায় বিশেষ নিরাপত্তার আওতায় থাকবে। ইভটিজিং রোধে সিসিটিভি থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে।’ পহেলা বৈশাখে মোটরসাইকেলে এক জনের বেশি আরোহী থাকতে পারবে না বলেও জানান তিনি।
স্ত্রীকে মোটরসাইকেলে চড়ানো যাবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখে একজন চলাই মঙ্গলজনক।’ তিনি আরও বলেন, ‘নারীরা পহেলা বৈশাখে ভ্যানিটি ব্যাগ বহন করতে পারবেন। কিন্তু অন্য কোনও ব্যাগ তারা সঙ্গে রাখতে পারবেন না।’
ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও আইপিইউ সম্মেলনে নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মক্কা ও মদিনার দু’জন ইমাম আসবেন ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি। এছাড়া, আইপিইউ সম্মেলনের কারণে ৬/৭ এপ্রিল পর্যন্ত রাজধানীতে বিদেশি অতিথিরা থাকবেন। আর ৬ তারিখে বিভিন্ন এলাকা থেকে আলেমরা ঢাকায় আসবেন। তাই সড়ক ব্যস্ত থাকবে। ওই দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যাতায়াতের নির্দেশনা দেবে। সবাইকে ডিএমপির সেই নির্দেশনা মেনে রাস্তা ব্যবহারের অনুরোধ করছি।’

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।