পরীমনির প্রশংসায় আসিফ আকবর

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:‘বছর দুয়েক আগে কক্সবাজারের হিমছড়িতে যাচ্ছিলাম আমার গানের শুটিংয়ে। পথে চলচ্চিত্রে শুটিং দেখে থামলাম, পরিচালক রকিব ভাই এগিয়ে এলেন। একটি মেয়ে দৌড়ে আমার সামনে এসে দাঁড়ালো, তার নাম পরীমনি। এখন বাংলাদেশি নায়িকাদের মধ্যে সবচেয়ে কিউটেষ্ট।’14
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরী মনির সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি এভাবেই বর্ণনা করলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।
নায়িকা পরী মনি নিরহংকারী এবং অসম্ভব ভদ্র সুন্দরী উল্লেখ করে আসিফ বলেন, কিছু দিন আগে ‘চাঁদনী’ ছবির মহরত অনুষ্ঠিত হল। আমার গান দিয়ে সিনেমার কাজ শুরু হবে। অফিসে বসে আছি গান গাওয়া শেষে হঠাৎ পরিচালক শামীম ভাই পরীকে নিয়ে আমার অফিসে ঢুকলেন।
আসিফ বলেন, ‘আমি নানা আনুষ্ঠানিকতায় পরীকে লক্ষ্য করলাম, সে আমার চেয়ে বেশি ষ্ট্রেইট কাট। সঙ্গে নিরহংকারী এবং অসম্ভব ভদ্র সুন্দরী। পরীর জন্য শুভকামনা সবসময়’।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।