রাণীশংকৈলে নকল করতে না দেওয়ায় শিক্ষক লাঞ্চিত

ক্রাইমবার্তা রিপোট:রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে এইচএসসি (বিএম) ১ম ও ২য় বর্ষের ইংরেজী পরীক্ষায় নকল করতে না দেওয়ায় ৪ এপ্রিল সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পরীক্ষার্থী কৃর্তক শিক্ষক লাঞ্চিতের অভিযোগ করা হয়েছে। আর এ ঘটনার জন্য কেন্দ্র সচিবকেই দায় করছেন ভুক্তভোগী শিক্ষক আনিসুর রহমান। লাঞ্চিতের স্বীকার শিক্ষক আনিসুর রহমান নেকমরদ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক। লিখিত অভিযোগ সুত্রমতে, আবাদতাকিয়া মোহাম্মাদীয়া কামিল মাদরাসার পরীক্ষা কেন্দ্রে ১৩ নং কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করেন প্রভাষক আনিসুর রহমান।20 হঠাৎ করেই ওই কক্ষে নকল চালানোর চেষ্টা করে পরীক্ষার্থীরা। আর এ পরিবেশ কেন্দ্র সচিবের ইন্ধনেই হয়েছে বলে অভিযোগে উল্লেখ্য করেছেন ভুক্তভোগী শিক্ষক আনিসুর রহমান। নকল করার চেষ্টায় বাধা প্রদান করলে কেন্দ্র সচিব শিক্ষক আনিসুর রহমানকে পরীক্ষার রুম থেকে বেরিয়ে আসার জন্য বলা হয়। তাতে অসম্মতি জানালে হল সুপার মাইনুল ইসলাম পরীক্ষা কক্ষ থেকে দায়িত্বরত শিক্ষককে বের করে নিয়ে যান। ভুক্তভুগেী শিক্ষক বিষয়টি কেন্দ্র সচিব হাসান আলী নবাবকে জানালে তিনি বিষয়টি আমলে নেননি। পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার সময় ১৩ নং কক্ষের পরীক্ষার্থীরা তার উপর চড়াও হয়। এ ঘটনাও কেন্দ্র সচিবকে জানালে তিনি পরীক্ষা কেন্দ্র থেকে চুপ করে পালিয়ে যাওয়ার কথা বলেন। বিভিন্ন সুত্রমতে উক্ত পরীক্ষা কেন্দ্রে প্রতিনিয়িতই নকল চলছে। এ ব্যাপারে কেন্দ্র সচিব হাসান আলী নবাব মুঠোফোনে বলেন এ অভিযোগ সর্ম্পূণ ভিত্তিহীন। আমি প্রতিহিংসার স্বীকার নকল চলছে প্রশ্নে বলেন নকল চলার বিষয়টি অস্বীকার করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে ৩২জন গ্রেপ্তার

জেলা পুলিশের অভিযানে ৩২জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০এপ্রিল রাতে পাঠানো জেলা পুলিশের নিয়মিত প্রেসবিজ্ঞপ্তি থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।