ক্রাইমবার্তা রিপোট:লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎ বিভাগের ভুলের কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ ভাইসহ ৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাছিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিন জানান, মঙ্গলবার ঝড়ো বাতাসের কারণে ওই এলাকায় ১১ কেভি’র একটি বিদ্যুতের তার মাটিতে পড়ে যায়। বুধবার সকালে হাতীবান্ধা বিদ্যুৎ অফিসের লাইনম্যানদের সাথে যোগাযোগ করে বিদ্যুতের লাইন বন্ধ করে মেরামতের কাজ শুরু করেন। কিন্তু মেরামতের কাজ শেষ না হতেই বিদ্যুতের লাইনটি পুনরায় চালু করলে মেরামতের কাজে কর্মরত স্থানীয় ৪ ইলেকট্রিশিয়ান বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই মধ্যম কাদমা এলাকার জোনাব আলীর পুত্র মিল্টন হোসেন (২৫), ভেলাগুড়ি এলাকার শামসুদ্দিনের পুত্র খোরশেদ (৩৮), আজিজার রহমানের পুত্র ফেরদৌস আলম (২৫) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় ভেলাগুড়ি এলাকার গোলাপ হোসেনের পুত্র উকিল হোসেন (২৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
হাতীবান্ধা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাইনম্যানদের সাথে কথা বলে লাইন বন্ধ করা হয়েছে কিনা তা আমি এই মুহুর্তে বলতে পারছি না।