সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ সভাপতি শাহআলম, সম্পাদক ওসমান গনি নির্বাচিত

সাতক্ষীরা সংবাদদাতা :01-Ainjibi-500x350 সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ২৩৭ ভোট পেয়ে এড. এম শাহআলম সভাপতি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি এড. শেখ আব্দুস ছাত্তার (১) ১৮৮ ভোট পেয়েছে। সাধারণ সম্পাদক পিপি এড. ওসমান গনি ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি এড. মোস্তফা কামাল উদ্দীন ১২২ ভোট পেয়েছে। অন্যান্য পদে বিজয়ী হলেন যারা, সহ-সভাপতি এড. একিউএম কুদরত-ই-মজিদ, ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্দি এড. নওশের আলী ৮৩ ভোট পেয়েছে। যুগ্ম সম্পাদক এড. মোঃ জাহাঙ্গীর কবির ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম এড. মোঃ মোস্তফা আহমেদ ১৩৭ ভোট পেয়েছেন। কোষাধক্ষ্য এড. মোঃ মোস্তফা জামান ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি জামায়াতের এড. মোঃ আব্দুস সোবহান মুকুল ১৩০ ভোট পেয়েছে। সহ সম্পাদক (লাইব্রেরী বিষয়ক) এড. মোঃ রফিকুল ইসলাম (৩) ২৫৩ ভোট পেয়ে নির্বাচন হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি এড. আকম ছামসুদ্দোহা খোকন ১৭০ ভোট পেয়েছে। সহ সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতিক বিষয়ক) এড. মোঃ সালাউদ্দীন (২) ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি এড. মোঃ জামাল উদ্দীন ১৪৭ ভোট পেয়েছেন। সহ সম্পাদিকা মহিলা বিষয়ক এড. নাদিরা পারভিন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সদস্য পদে বিজয়ী হলেন যারা ঃ এড. মোঃ শফিকুল ইসলাম (৩) ২০৬ ভোট, এড. সাহেদুজ্জামান সাহেদ ১৯৪ ভোট, এড. সাইদুজ্জামান জিকু ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল আটটায় জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত নির্বাচন বিকাল ৪ টায় শেষ হয়। নির্বাচনে ৪৭১ জন ভোটারের মধ্যে ৪৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য লক্ষ্য করা যায়নি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে সিনিয়ার আইনজীবী আলহাজ্ব এড. আব্দুর রউফ, সহকারী কমিশনার দায়িত্ব পালন করেন যারা এড. তারক চন্দ্র মিত্র, এড. আনিছুর কাদির, এড. মঞ্জুরুল হক, এড. কামরুন্নাহার সবি।

Check Also

২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ

ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।