ক্রাইমবার্তা রিপোট:মোঃ আলাউদ্দীন,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় দুই ব্যক্তির নিহত হবার খবর পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, হাটহাজারীর চারিয়া বোর্ড স্কুল এলাকায় সিএনজি(চট্টগ্রাম-থ-১৩-৭৭০৫) ও বাসের (চট্টমেট্রো-জ-০৪-০০৮৪) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন মোঃ পেয়ারুল ইসলাম(৬০),পিতা-মৃত নুর আহম্মদ,সাং-রোপিয়ারা,তারাকো,ভ’জপুর ও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে নারায়ন(২৫),পিতা-পরিতোষ,সাং-নারায়ণহাট,ভ’জপুর বাড়ী ফটিকছড়ি নিহত হন। গুরুতর আহত তিনজনকে প্রথমে স্বানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘাতক বাস চালক মোঃ আলমগীর(৩০)কে স্থানীয়রা আটক করে রাখে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ,দূর্ঘটনাকবলিত সিএনজি,বাসসহ চালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা স্বীকার করেন মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …