কলারোয়ায় প্রান্তিক কৃষকের বিনামূল্যে ধানের বীজ বিতরণ ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দাার,স্টাফ রিপোর্টার,সাতক্ষীরার কলারোয়ায় কৃষিই সমৃদ্ধি খরিপ ১/২০১৭-১৮ মৌসুমে আউশ প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার, ধানের বীজ এবং সবজি ফসলের ফেরামোন ট্র্যাপ বিতরণের উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হল রুমে উপজেলা নিবার্র্হী কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।17 উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন এড মোস্তফা লুৎফুল্লাহ এমপি। কৃষি কর্র্মকর্র্তা মহাসীন আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, জয়নগর ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুুদ বাবুু, যুুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুল হামিদ সরদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, থানার এসআই ইমদাদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকরা প্রমুখ। আলোচনা সভা শেষে প্রান্তিক কৃষকদেরকে ধানের বীজ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

Check Also

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।