ক্রাইমবার্তা রিপোট:জিয়ারুল ইসলামঃ- কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
কারাদন্ড প্রাপ্ত ওই ব্যাক্তি উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রামের মৃত মনি প্রামাণীকের ছেলে শম্ভু প্রামাণীক (৪৭)।
জানা যায়, বৃহস্পতিবার সকালে মিরপুরের আহাম্মদপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গাঁজা সেবন করার সময় শম্ভুকে ৩ পুরিয়া গাজাসহ আটক করেন।
পরে দুপুরে তাকে ভ্রাম্যমান আদালতের পরিচালক মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২৬ ধারায় তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
জিয়ারুল ইসলামঃ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জাহিদ হাসান নামে এক গরীব অথচ মেধাবী, টাকার অভাবে বই কিনতে পারছে না জানিয়ে আবেদন করে। এমন আবেদনের প্রক্ষিতে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান তাকে তাৎক্ষনিক বই কেনার মত অার্থিক সহায়তা প্রদান করেন।
কৃষক বাবার মুখ উজ্জ্বল এবং জাতিকে শিক্ষিত জাতিকে পরিনত করার প্রয়াসেই তিনি এ সহযোগীতা প্রদান করেন। এধরনের মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতা করতে এবং তাদের পাশে দাড়াতে তিনি সকলকে অনুরোধও জানান তিনি।
জানা যায়,মিরপুরের কৃষক বাবার মেধাবী ছেলে জাহিদ হাসান কুষ্টিয়া সরকারী কলেজের (অনার্স) ভূগোল ও পরিবেশ বিভাগের ১ম বর্ষের নিয়মিত ছাত্র।