শাসকের হাত শক্তিশালী করা আল্লাহর আদেশ : মদিনার ইমাম

ক্রাইমবার্তা রিপোট:মদীনার মসজিদে নববির ইমাম ইমাম আবদুল মহসীন বিন কাশেম বলেছেন, যিনি দেশ চালাচ্ছেন, ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে মজবুত করা ইসলামের নির্দেশ। তিনি আরো বলেন, এটা আল্লাহর আদেশ। সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলামের পথ নয় জানিয়ে তিনি বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে হবে।25
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা সম্মেলনে যোগ দিয়ে মসজিদে নববির খতিব ও ইমাম এ কথা বলেন। এই অনুষ্ঠানে যোগ দেন মক্কার মসজিদুল হারাম (ক্বাবা ঘর) সিনিয়র ইমাম মোহাম্মদ বিন নাসির আল খুজায়েমও। তিনিও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে বসার প্রতি আহ্বান জানান। এই দুইজন বক্তব্য দেন আরবিতে। সঙ্গে সঙ্গে সেই বক্তব্য বাংলায় অনুবাদ করে দেন একজন।
ইসলামিক ফাউন্ডেশনের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আকর্ষণই ছিলেন মক্কা ও মদীনার এই দুই ইমাম। তাদের আগমন উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ইমাম, মাদ্রাসা শিক্ষক ও আলেম ওলামারা যোগ দেন। দুপুরে এই সমাবেশ শুরু হলেও সকাল থেকেই আলেমরা লাইন করে ময়দানে জড়ো হতে থাকেন।
সৌদি আরবে দুই প্রধান মসজিদের ইমাম তাদের বক্তব্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেন। তারা জানান, ইসলামের নামে এ ধরনের কর্মকা- কোনোভাবেই সমর্থন করা যায় না। সৌদি আরবও এই সন্ত্রাসবাদের শিকার হয়েছিল জানিয়ে তারা বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা একটি জোট করেছেন, বিশ্বের ২০টি মুসলিম দেশ কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে কাজ করছে।
দুই সৌদি ইমামের মধ্যে প্রথমে কথা বলেন মসজিদে নববির খতিব আবদুল মহসীন বিন কাশেম। তিনি বলেন, ‘আমাদের ধর্ম সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে লিপ্ত তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমাদের ইসরাম শান্তির, একে অপরকে শ্রদ্ধা করতে শিখিয়েছে।’
মদিনা শরিফের খতিব বলেন, ‘ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে তোমরা একত্রিত হয়ে যিনি দেশ পরিচালনা করছে, তোমরা ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে মজবুত করবে। এটা আল্লাহর আদেশ।’ তিনি বলেন, ‘আমাদের ধর্ম আমাদেরকে ভাতৃত্বের শিক্ষা দেয়, একে অপরের সঙ্গে মিলেমিলে থাকার শিক্ষা দেয়। কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করবে। একে অপরকে শ্রদ্ধা করবে।’
এই আলেম বলেন, ‘ইসলাম এমন এক ধর্ম, যেটা বুঝা অতি সহজ, আমল করা অতি সহজ। ৃইসলাম হচ্ছে বিশ্বের সকল মানবতার ধর্ম। ইসলাম হচ্ছে ক্ষমা করার ধর্ম, একে অপরকে শ্রদ্ধা করার ধর্ম। ইসলামের উন্নতি হবে শিক্ষার মাধ্যমে একে অপরকে শ্রদ্ধার মাধ্যমে, ভাতৃত্বের মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে।’
আবদুল মহসীন বিন কাশেম বলেন, ‘প্রতিবেশীর হক আদায় করা, মা-বাবার কথা মানতে হবে। এটা যদি আমরা করি, তাহলে ইসলাম উন্নতির দিকে অগ্রসর হবে।’ তিনি বলেন, ‘ইসলাম হচ্ছে বিধর্মীদেরও মহব্বত করা, এতিম, অসহায়দেরকে সাহায্য করা। এভাবে আমরা আমল করলে আমাদের ইসলাম উন্নতির দিকে ধাবিত হবো।’

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।