‘মাশরাফি তুমি ফিরো এসো’

ক্রাইমবার্তা রিপোট:মাশরাফি তুমি ফিরে এসো’, ‘মাশরাফি তুমি ফিরে এসো’…এই আহবান আর স্লোগানে মুখরিত গোটা নড়াইল। টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্র্তুজাকে প্রত্যাবর্তন করার দাবিতে এই আহবান নড়াইলের সর্বস্তরের মানুষের। ‘ক্রিকেটপ্রেমী নড়াইলবাসী’র উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে প্রায় আধাঘণ্টাব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।


‘নড়াইল এক্সপ্রেস’ লড়াকু ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে টি-২০ ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পুনর্বহালের দাবিতে শহর, বন্দর, শিক্ষা প্রতিষ্ঠানসহ নড়াইলের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সড়ক অবরোধও হয়েছে। নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রায় আধাঘণ্টা নড়াইল-যশোর সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন যানবাহনের চালকসহ যাত্রীরাও কর্মসূচীতে অংশগ্রহণ করেন। ।
নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুধীজন, শ্রমজীবী, বিভিন্ন ছাত্র সংগঠনসহ সর্বস্তরের মানুষ মানববন্ধন এবং সড়ক অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সবার কণ্ঠে একই আওয়াজ-‘মাশরাফি তুমি ফিরে এসো’, “বাংলার ক্রিকেটকে এখনো অনেক কিছু দেবার বাকি আছে তোমার, তুমি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক।”

 

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।