ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের পর আর পাকিস্তানের জার্সি গায়ে দেখা যাবে না মিসবাহকে। খবর ক্রিকইনফোর।
বৃহস্পতিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে অবসর নেয়ার ঘোষণা দেন ৪৩ বছর বয়সী এ ব্যাটসম্যান।
মিসবাহ বলেন, এটাই আমার শেষ সিরিজ। আমি পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবির চেয়ারম্যানকে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।
তিনি বলেন, কোনো চাপ থেকে নয়, নিজের ইচ্ছাতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পরই আবসর নিতে চেয়েছিলাম। কিন্তু কোনো কারণে সেটা হয়নি। আমাকে খেলা চালিয়ে যেতে হয়েছে।
প্রসঙ্গত, গত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে বাজেভাবে হারে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ এবং অজিদের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারে পাকিস্তান। এরপরই তার অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়। দেশটির সাবেক ক্রিকেটাররা তাকে অবসর নেয়ার পরামর্শ দেন।
মিসবাহর নেতৃত্বে ৫৩ টেস্টে পাকিস্তান জিতেছে ২৪টিতে। ১১টিতে ড্র এবং ১৮টিতে হেরেছে। তার নেতৃত্বেই আইসিসির টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। ৭৪ টেস্টে ৪ হাজার ৯৫১ রান করেছেন মিসবাহ। পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়কও তিনি।
এরআগে ২০১৫ সালের বিশ্বকাপের পর ওয়ানডে ও টি২০ ক্রিকেটকে বিদায় জানান মিসবাহ।
আগামী ২১ এপ্রিল বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে।