ক্রাইমবার্তা ডটকম: শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করেছে টাইগাররা। ফলে বাংলাদেশের জন্য দিনটা ছিলো আনন্দের। কিন্ত সেই আনন্দের মুহূর্তগুলো অতি সহজেই আবেগ ঘন হয়ে ওঠে। কারণ, টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজার শেষ টি-টোয়েন্টি বলে ম্যাচটা জিতেও বাংলাদেশ দলের সদস্যরা আবেগে আপ্লুত।
সবার চোখ ছলছল করছে। মাশরাফির বিদায়ী ম্যাচ নিয়ে আপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও। খেলা শেষ হওয়ার পর মাশরাফিকে ফোন করে টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, শ্রীলঙ্কা সফরে টাইগাররা শেষ ম্যাচ জেতার সঙ্গে-সঙ্গে গণভবন থেকে মাশরাফিকে ফোন করেন প্রধানমন্ত্রী। জয়ের জন্য অভিনন্দন জানানোর পর এখনই টি-টোয়েন্টি থেকে অবসর না নেওয়ার অনুরোধ জানান তিনি।
এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী।
এবারের শ্রীলঙ্কা সফর সাফল্যের সঙ্গেই শেষ করলো বাংলাদেশ। টেস্ট আর ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও শেষ হয়েছে ১-১ সমতায়। পরে শুক্রবার বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন ম্যাশের টাইগার বাহিনী।
Check Also
প্রত্যেক উপজেলায় একটি সরকারি মাদ্রাসা করার সুপারিশ: সাতক্ষীরা ডিসি
ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, যদি প্রত্যেকটা উপজেলায় একটা সরকারি …