ক্রাইমবার্তা রিপোট:প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের তিস্তা চুক্তি না হলে অন্য যেকোনো চুক্তি অর্থহীন হবে বলে মন্তব্য করেছে বিএনপি।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ মন্তব্য করেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্যের স্বার্থ রক্ষায় ব্যস্ত রয়েছে। কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে করা কোনো চুক্তি দেশের মানুষ মেনে নেবে না। সুতরাং সরকারকে দেশের মানুষের মনে ভাষা পড়তে হবে, বুঝতে হবে। অন্যথায় পরিনতি শুভ হবে না- হুঁশিয়ারি দেন তিনি।
‘ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি নয়: তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই’ শীর্ষক নাগরিক মানববন্ধনে তিনি বলেন, সরকার একের পর এক বাংলাদেশের স্বার্থ বিরোধী কর্মকান্ডে লিপ্ত। তাদের কাছে বাংলাদেশের চাইলে ভারতের স্বার্থই গুরুত্বপূর্ণ। আলাল বলেন, তিস্তার পানি আনা ছাড়া অন্য কোন চুক্তি দেশবাসী মানবে না, মানতে পারে না।
আয়োজক সংগঠনের সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু’র সভাপতিত্বে বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, কল্যাণ পার্টি মহাসচিব এম. এম আমিনুর রহমান প্রমুখ বক্তব্যে রাখেন।