শ্যামনগরে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল, শ্যামনগর ব্যুরো :শ্যামনগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে পেশাদার দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।আজ দুপুর ১২টার দিকে শ্যামনগর সদর ইউনিয়ন উপকন্ঠে বাদঘাটা গ্রামের প্রাণি সম্পদ অধিদপ্তরের সামনে থেকে তাদের আটক করে পুলিশের উপ-পরিদর্শক হাসেম। আটককৃতরা হলো বাদঘাটা গ্রামের মৃত শেখ জাহের হোসেনের ছেলে এতদাঞ্চলের পাইকারী মাদক ব্যবসায়ী আরিফুজ্জামান আইলু ও নকিপুর গ্রামের মৃত মফিজুদ্দীনের ছেলে হাবিবুর রহমান বাবু। থানা সূত্র মতে, ইয়াবা বিক্রির খবর জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৬পিচ ইয়াবা সহ তাদের আটক করা হয়। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।6

শ্যামনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের বসত ভিটা দখলের পাঁয়তারা! থানায় জিডি
শ্যামনগর ব্যুরো :
শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের দুরমুজখালী গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের বসত ভিটা দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী ওই গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মন্ডলের পুত্র সুধাংশু কুমার মন্ডল শ্যামনগর থানায় ৩১০ নং জিডি করেছে। জিডি সূত্র মতে, সুধাংশু কুমার দুরমুজখালী মৌজায় সি এস-৩৯ নং ও এস, এ ৩৬, ৭৯ খতিয়ান ভুক্ত ২.৬৫ একর জমি দীর্ঘদিন যাবৎ বসত ভিটা ও মৎস্য ঘের পরিচালনা করে আসছে। প্রতিমধ্যে একই উপজেলার পাইকামারী গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে মুজিবর রহমান গাজী ভূয়া কাগজপত্র তৈরী করে উক্ত জমি জবর দখলের পায়তারা করছে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।