ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ও বঙ্গবন্ধুর ‘অসামাপ্ত আত্ম জীবনী‘র কম্পোজার মনিরুন নেছা নিনু । রোববার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার ড. আমানুর রহমান, সহকারী রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসান, সাংবাদিক সমিতির সভাপতি মোস্তফা যুবাইর আলম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জুয়েলসহ বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় মনিরুন নেছা নিনু বলেন,‘ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা সাহসিকতার সাথে সুষ্ঠু সংবাদ পরিবেশন করে থাকে। এসময় সাংবাদিকতায় দক্ষতা আনয়নে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। এছাড়াও বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা যাতে সরকারী উদ্দ্যোগে বিদেশ ভ্রমনে যেতে পারে সে ব্যাপারে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিবেন বলে তিনি জানান’
এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় ভিসি, ট্রেজারার ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেন।