ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রকাশিত হবে কাজী শুভ ও তানিশার ‘ভালোবাসার তরী’। গানটি একইসাথে অডিও, মিউজিক ভিডিও প্রকাশ হবে। এর মধ্যে গানটির মিউজিক ভিডিও-এর সকল কাজ সম্পূর্ণ করা হয়েছে। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটি সুর করেছেন ফাজবীর তাজ এবং মিউজিক করেছেন রেজওয়ান শেখ। উল্লেখ্য যে, গানটি প্রকাশ হবে তানিশার তিনটি গান দিয়ে সাঁজানো একক অ্যালবামে। অ্যালবামটির নামও রাখা হয়েছে ‘ ভালোবাসার তরী’। গানটির সম্পর্কে গাজী শুভ বলেন, এটি একটি ফোক গান। রোমান্টি এই গানটি গাইতে আমার খুব ভালো লেগেছে। তানিশা ও ভালো গেয়েছে। আশা করি শ্রোতারা ভালো একটি গান পাচ্ছেন। পহেলা বৈশাখে এই গানটি শ্রোতাদের মনে অন্যরকম দোলা দিবে। তানিশা বলেন, কাজী শুভ ভাইয়ের সাথে এটি আমার প্রথম গান।গানটি যারাই শুনেছে পছন্দ করেছে। একক অ্যালবাম তাই অনেক যতœ নিয়ে করেছি। আশা করি সবার ভালো লাগবে।
জবষধঃবফ ঢ়ড়ংঃং
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …