‘প্রাপ্তি’র পরিমাণ অপ্রাপ্তির তুলনায় খুব ক্ষুদ্র ভগ্নাংশ : মান্না

ক্রাইমবার্তা রিপোট:বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পাদিত সমঝোতা ও চুক্তি প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘প্রাপ্তি’র পরিমাণ অপ্রাপ্তির তুলনায় খুব ক্ষুদ্র ভগ্নাংশ।

ফাইল ছবি 

 

ঢাকা রিপোর্টারস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে নাগরিক ঐক্যের সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না একথা বলেন।

তিনি বলেন, আশাবাদের আর্বতে আটতে আছে তিস্তা চুক্তি। আর রয়ে গেছে অনিশ্চিত গঙ্গা ব্যারাজ প্রকল্প। কোনো কথাই হয়নি আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়ে। রয়েছে প্রতিরক্ষা সমঝোতা স্মারক নিয়ে অস্পষ্টতা।

তিনি বলেন, বাংলাদেশে ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মাণে অর্থায়ন, খুলনা-কলকাতা রুটে মোটরযান যাত্রী চলাচল, বাংলাদেশ ও ভারতের সীমান্তজুড়ে বর্ডার হাট স্থাপনের মতো কিছু চুক্তি হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে এই চুক্তিগুলো দুই দেশের জন্যই ভালো ফল নিয়ে আসবে। কিন্তু বলা বাহুল্য এইসব ‘প্রাপ্তি’র পরিমাণ অপ্রাপ্তির তুলনায় খুব ক্ষুদ্র ভগ্নাংশ।

 

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।