অপু বিশ্বাসের জীবনকাহিনী নিয়ে ‘অপুর সংসার’

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জীবনকাহিনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। ‘অপুর সংসার’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন বিখ্যাত পরিচালক জুটি শাহীন-সুমন।28

সোমবার দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে নিজের সম্পর্কে নানা বিস্ফোরক তথ্য জানান অপু বিশ্বাস।
তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক শাকিব খান তার স্বামী। ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের গুলশানের বাড়িতে তাদের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলেসন্তান রয়েছে। তার নাম আব্রাহাম খান জয়।
এমন বোমা ফাটানো তথ্যের পরই অপুর জীবনকাহিনী নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দেন শাহীন-সুমন। ‘অপুর সংসার’ সিনেমাটি প্রযোজনা করবেন খোরশেদ আলম খসরু। ছবিটিতে অভিনয়ও করবেন অপু বিশ্বাস। তবে শাকিব খান অভিনয় করবেন কি না-তা জানা যায়নি।
ওই অনুষ্ঠানে অপু বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ের সময় তার নাম পরিবর্তন করা হয়। তার বর্তমান নাম অপু ইসলাম খান। বিয়েতে শাকিবের ভাই ও একজন প্রযোজক ছিলেন। জয়ের জন্ম হয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার ক্লিনিকে।
অপু আরো বলেন, বাচ্চা নিয়ে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। দীর্ঘদিন আড়ালে ছিলেন। ৫ মাস হয়েছে ঢাকায় এসেছেন। দীর্ঘ ৯ মাস কলকাতা, ব্যাংকক ও সিংঙ্গাপুরে ছিলেন।
সূত্র: আরটিভি

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।