ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:শাকিব খানের সঙ্গে বিয়ে, সন্তান নানা বিষয়ে সোমবার গণমাধ্যমের কাছে সরাসরি কথা বলেছেন চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস। তিনি নায়ক শাকিব খানের ব্যাপারে বিভিন্ন অভিযোগও এনেছেন। অপু বিশ্বাসের এই লাইভ অনুষ্ঠান সোমবার টক অদ্য কান্ট্রিতে পরিণত হয়। এরই ধারাবাহিকতায় শাকিব খান মঙ্গলবার এই সংবাদ সম্মেলন আহবান করেছেন। ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে বিয়ে হয় অপুর। বিয়েতে শাকিব ছাড়াও উপস্থিত ছিল তার মা, চাচাতো ভাই ও আমার মা। খুব গোপনে বিয়ে হয়। ফরিদপুর থেকে কাজী এনে রেজিস্ট্রি করে বিয়ে করানো হয় বলে জানান অপু।
উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম সফল জুটি শাকিব-অপু। তাদের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক নিয়ে এতদিন বিভিন্ন কথা গণমাধ্যমে জানা গেলেও এই প্রথম শাকিবকে স্বামী দাবি করেছেন অপু। সেই সঙ্গে নিজেদের ছয় মাসের সন্তানের কথাও জানান তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অপুর সঙ্গে বিয়ে ও সন্তানের কথা স্বীকার করে নিয়েছেন দুই বাংলার এই জনপ্রিয় নায়ক।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …