ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:মাশরাফি মুর্তজা টি ২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়ার পর তাকে ফেরানোর দাবিতে দেশজুড়ে মিছিল-মানববন্ধন হচ্ছে।
তবে বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ জানালেন, ঠিক সময়ে বুঝেশুনেই টি ২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাশরাফি।
বিসিবির এই পরিচালক বলেন, ‘মাশরাফি আমাকে বলেছিল, টি ২০ ক্রিকেট সে উপভোগ করে না। বিসিবির সঙ্গে সে এ নিয়ে আলোচনা করেছে। বাংলাদেশের সামনেও আর বেশি টি ২০ ম্যাচ নেই। তাই বুঝেশুনেই অবসর নিয়েছে।’
অনেকেই মাশরাফিকে ফেরানোর দাবি জানালেও খালেদ মাহমুদের ধারণা, তিনি আর ফিরবেন না। এই সাবেক অধিনায়ক বলেন, ‘মাশরাফিকে আমি ভালোভাবেই চিনি। সে যে ধরনের ছেলে তাতে আবার ফিরে আসবে বলে মনে হয় না।’
শেষ ম্যাচগুলোতেও ভালো পারফরম্যান্স করেছেন মাশরাফি। টি ২০ বিশ্বকাপ এখনও অনেক দূরে। তাই এটাই অবসরের সঠিক সময় বলে ধরে নিয়েছেন তিনি।
খালেদ মাহমুদ বলেন, ‘সে টি ২০ তে ভালো করছিল, কিন্তু যেহেতু সে উপভোগ করে না, তাই এ বিষয়ে আগে থেকেই ভেবে রেখেছিল। ২০১৫ সালে আমাকে একবার সে বলেছিল, এই ফরম্যাটে বেশিদিন আর খেলবে না।’