ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:: টিভি চ্যানেল কিংবা রেডিওতে নয়, এবার একসঙ্গে আইপিএলের একটি মোবাইল অ্যাপে ধারাভাষ্য দেবেন কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার ও বলিউড তারকা সানি লিওন।
১৩ এপ্রিল কলকাতা নাইট রাইডারস ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ। জানা গেছে, এই ম্যাচের জন্য ইউপি নিউজ অ্যাপে সরাসরি ধারাভাষ্য দেবেন সুনীল গ্রোভার ও সানি লিওন।
আর এ বিষয়টি টুইট করে জানিয়েছেন সুনীল নিজেই। -তথ্যসূত্র : চ্যানেল আই
Check Also
মিরাদুল ইসলাম মুনীমের কন্ঠে আসছে সফরের গান ‘সৈকতে বেড়াতে এলাম’
শিল্পী মিরাদুল ইসলাম মুনীমের কন্ঠে আসছে সফরের গান ‘সৈকতে বেড়াতে এলাম’। মরবি কবি মতিউর রহমান …