ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে : রিজভী

ক্রাইমবার্তা রিপোট:: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যেকোনো মূল্য ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, এই মূহুর্তে দেশে এখন সংকটময় অবস্থা বিরাজ করছে।
মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন।10
১১ এপ্রিল ২০১৭ দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধের ৪ বছরউপলক্ষে এ প্রতিবাদী সভার আয়োজন করে আমারদেশ পরিবার নামের একটি সংগঠন।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিএনপির এই মুখপাত্র বলেন, ভারত আমাদের এক ফোটা পানিও দেয়নি আর আমাদের প্রধানমন্ত্রী সবকিছু দিয়ে আসলো। দেশে স্বাধীনতা স্বার্বভৌমত্ব থাকবে কি থাকবে না এটা নিয়েও সংকট দেখা দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফরহাদ মজহার, ডা. জাফরউল্লাহ চৌধুরী, অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ, অধ্যাপক মাহবুব উল্লাহ সহ বুদ্ধিজীবী, পেশাজীবীসহ আরো অনেকে।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।