ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন সাতক্ষীরা প্রতিনিধি:মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ ও বৈশাখি ভাতা প্রদানের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজো কমিটি, সাতক্ষীরা জেলা শাখা। কমিটির আহবায়ক শিক্ষক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, লিয়াজো কমিটির সদস্য সচিব শামসুল আলম, যুগ্ম আহবায়ক আনন্দ কুমার, এনামুল হক, শিক্ষক নেতা লায়লা পারভিন সেজুতি, দীপক কুমার শেঠ, বাকী বিল্লাহ, এবাদুল হক প্রমুখ। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ ও কর্মচারিদের বৈশাখি ভাতা প্রদানের দাবীতে প্রধান মন্ত্রী, শিক্ষা মন্ত্রী ও অথর্ মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।###
Check Also
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …