ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৪ জন নেতা-কর্মীসহ ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি দেশি পিস্তলও উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানায় ৮, তালা থানায় ৭, কালিগঞ্জ থানায় ৩, শ্যামনগর থানায় ৬, আশাশুনি থানায় ৫, দেবহাটা থানায় ১ ও পাটকেলঘাটা থানা থেকে পুলিশ ৫ ও জেলা গোয়েন্দা (ডিবি) ১ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
Check Also
ম্যাটস সাতক্ষীরা ক্যাম্পাসের নাম বদলে দিয়েছে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় অবস্থিত মেডিকেল এসিসট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস সাতক্ষীরা ক্যাম্পাসের নাম বদলে দিয়েছে …