ক্রাইমবার্তা রিপোট:সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিভাবকের মারধরের শিকার স্কুলশিক্ষক
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রকে পেটানোর প্রতিবাদে তার শিক্ষককেই মারধর করেছেন অভিভাবক। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন পরিচালিত লিডো কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র স্কুলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিভাবক আবুল কালামকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
লিডো কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল করিম জানান, মঙ্গলবার সকালে তৃতীয় শ্রেণির ছাত্র আবির তালুকদারকে পড়ালেখা না করায় শ্রেণিকক্ষে শাসন করেন শিক্ষক। এ ঘটনায় ওই শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবাকে বলে দেয়। পরে শিক্ষার্থীর বাবা আবুল কালাম আকস্মিক স্কুলের শ্রেণিকক্ষে ঢুকে পড়েন। একপর্যায়ে ওই অভিভাবক শিক্ষককে আচমকা পেটাতে থাকেন। এমনকি তাঁকে শিক্ষার্থীদের সামনে টেনেহিঁচড়ে বিদ্যালয়ের মাঠের মধ্যে নিয়ে গিয়ে বেধড়ক পেটান। পরে সহকর্মী শিক্ষকরা তাঁকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে শিক্ষকরা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান খানের কার্যালয়ে গিয়ে ওই অভিভাবককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ইউএনও জিল্লুর রহমান খান জানান, শিক্ষক পেটানোর অপরাধে পুলিশ তাৎক্ষণিকভাব অভিভাবক আবুল কালামকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।