ক্রাইমবার্তা রিপোট:শ্যামনগর ব্যুরো ॥ শ্যামনগর প্রেসক্লাবে নির্বাচনের প্রচারনায় বাধা ও খুন জখম করার হুমকির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন রমজাননগর ইউনিয়নের প্রতিদ্বন্দী প্রার্থী চেয়ারম্যান আকবর আলী। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি তার বক্তব্যে বলেন, গত ২০১৬ সালের ২২ মার্চ রমজাননগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ২০ নং রমজাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের স্থগিত নির্বাচন আগামী ১৬ মার্চ ২০১৭ তারিখে অনুষ্ঠিত হওয়ার তফশীল ঘোষনা করেন। তিনি তার নির্বাচনী প্রচারনায় বাহির হলে তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শেখ আল মামুন ও তার ভাতিজা মুজিবুলের নেতৃত্বে ২০-২২ টি মোটর সাইকেল যোগে তার প্রচার কাজে বাধা দিচ্ছে। তিনি আরো বলেন, গত ৮ ও ১০ এপ্রিল গোলাখালী ও বদ্দিপাড়ায় নির্বাচনের প্রচারনায় গেলে মুজিবুলের নেতৃত্বে ৫০-৬০ জনের লাঠিয়াল বাহিনী প্রচারনায় বাধা সহ খুন জখম করার হুমকি দেয় এবং তার কর্মীকে মারতে উদ্দ্যত হয়। এ ঘটনায় চেয়ারম্যান আকবর আলী রিটার্নিং অফিসার, থানা অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছেন। আল মামুন নির্বাচনের আচারন বিধি লঙ্ঘন করে মোটর সাইকেল শো ডাউন করেছেন বলেও তিনি জানান। এর প্রতিকারের দাবীতে সাংবাদিকদের লিখনির মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আকবর আলী জিজ্ঞাসাবাদে আরো জানান, ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ফলাফলে আমার ধানের শীষ প্রতীক ১৮ ভোটে জয়লাভ করে। ৪নং ওয়ার্ডে ধানের শীষ প্রতিকে মোট ভোট পান ৫৮৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী আল মামুন ঘোড়া প্রতিকে পান ১৩১১ ভোট। রিটার্নিং অফিসার স্বাক্ষরিত রেজাল্ট শীট প্রদান করার পর ক্ষমতাসীন দলের এক নেতার চাপের মুখে রিটার্নিং অফিসার আমার রেজাল্ট শীটে ফ্লুট মেরে ২৪ ভোট কমিয়ে আল মামুনের রেজাল্ট শীটে ২৪ ভোট যোগ করে তাকে জয়ী করে। এ ঘটনায় আমি অন্য চেয়ারম্যান প্রার্থীর রেজাল্ট শীট নিয়ে মহামান্য হাইকোর্টে রিট করলে বিজ্ঞ আদালত ঐ ৪ নং কেন্দ্রের ভোট স্থগিত করেন। অপর দিকে বিকালে স্বতন্ত্র প্রার্থী শেখ আল মামুন পাল্টা সংবাদ সম্মেলন করে বলেন, বি.এনপির প্রার্থী আকবর আলী ধানের শীষ প্রতিকের পরাজয় জেনে তার ও তার লোক জনদের হেয় প্রতিপন্ন করছে এবং আচারন বিধি লঙ্ঘন করছে।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …